Privacy Policy
স্বাগতম **NurulINC.Site**-এ। আমাদের ইউজারদের গোপনীয়তা রক্ষা করা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পলিসি পেজে আমরা আলোচনা করেছি কীভাবে আমরা আপনার তথ্য সংগ্রহ বা ব্যবহার করি (অথবা করি না)।
১. তথ্য সংগ্রহ (Information Collection)
আমরা আমাদের টুলস ব্যবহারের জন্য আপনার কাছ থেকে কোনো ব্যক্তিগত তথ্য (যেমন: নাম, ঠিকানা বা ফোন নম্বর) সংগ্রহ করি না। আমাদের বেশিরভাগ টুলস ক্লায়েন্ট-সাইড ভিত্তিক, অর্থাৎ আপনার দেওয়া তথ্য আপনার ব্রাউজারেই প্রসেস হয়।
২. লগ ফাইল (Log Files)
অন্যান্য ওয়েবসাইটের মতো আমরাও স্ট্যান্ডার্ড লগ ফাইল ব্যবহার করি। এতে ইন্টারনেট প্রোটোকল (IP) অ্যাড্রেস, ব্রাউজারের ধরন, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (ISP), তারিখ এবং সময় স্ট্যাম্প অন্তর্ভুক্ত থাকতে পারে। এগুলো শুধুমাত্র সাইটের পারফরম্যান্স বিশ্লেষণের জন্য ব্যবহৃত হয়।
৩. কুকিজ এবং বিজ্ঞাপন (Cookies & Ads)
আমরা আমাদের সাইটে বিজ্ঞাপন দেখানোর জন্য **Adsterra** বা অন্যান্য থার্ড-পার্টি অ্যাড নেটওয়ার্ক ব্যবহার করি। এই কোম্পানিগুলো আপনার ব্রাউজারে কুকিজ ব্যবহার করতে পারে যাতে তারা আপনার পছন্দ অনুযায়ী বিজ্ঞাপন দেখাতে পারে।
৪. থার্ড-পার্টি লিঙ্ক (Third-Party Links)
আমাদের সাইটে টেলিগ্রাম বট বা অন্যান্য এক্সটার্নাল ওয়েবসাইটের লিঙ্ক থাকতে পারে। সেই সাইটগুলোর গোপনীয়তা নীতি আমাদের থেকে আলাদা হতে পারে, তাই সেগুলো ব্যবহারের আগে তাদের পলিসি দেখে নেওয়ার অনুরোধ রইল।
৫. নিরাপত্তা (Security)
আপনার ব্রাউজিং অভিজ্ঞতা নিরাপদ রাখতে আমরা সর্বাধুনিক নিরাপত্তা ব্যবস্থা এবং SSL সার্টিফিকেট ব্যবহার করার চেষ্টা করি।
যেকোনো প্রয়োজনে যোগাযোগ করুন: support@nurulnc.site